এবার বোঝা গেল ট্রাম্পের বিতর্কিত টুইটের রহস্যের কারণ। তিনি নাকি বিছানায় শুয়ে শুয়ে টুইট করেন। তবে মাঝে মাঝে অন্য কাউকে দিয়েও নিজের মতামত জানিয়ে টুইট করে থাকেন তিনি।
সরকারের নীতি, বিরোধীদের আক্রমণ ও তার পরিকল্পনা জানিয়ে টুইট করে থাকেন ট্রাম্প। তা নিয়ে বিতর্কও হয়। তবে সেই বিতর্ক যে তিনি উপভোগ করেন, তা জানিয়েছেন অকপটে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভুয়া খবরে যখন সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে তখন ভোটারদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে তিনি টুইট বেছে নিয়েছেন। তার কথায়, ‘আমি যদি এইভাবে যোগাযোগ না করি, তবে আত্মপক্ষ সমর্থন করতে পারব না। আমি এত ভুয়া খবর পাই। অনেকগুলোই মিথ্যে। বেশিরভাগই বানানো।’
তার টুইটের অপেক্ষায় থাকে গোটা বিশ্ব, এটা তার পক্ষে গর্বের বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট তিনি। ট্রাম্প টুইটের জন্য কোন সময়কে বেছে নেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘কখনও বিছানায় শুয়ে শুয়ে, কখনও প্রাতরাশ বা মধ্যাহ্নভোজে... যথন তখন। সাধারণত খুব সকালে বা সন্ধাবেলা... যখন সময় পাই আরকি! সারাদিন কিন্তু আমি ব্যস্ত থাকি।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর