ইসলামিক স্টেট (আইএসআইএল) বা দায়েশ জঙ্গীগোষ্ঠীকে আফগানিস্তানে পুনর্বাসন বা জড়ো করছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ উপদেষ্টা ও সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
তেহরান সফররত জাতিসংঘের ইরাক বিষয়ক বিশেষ দূত ইয়ান কুবিশের সঙ্গে রবিবার এক বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
আব্দুল্লাহিয়ান বলেন, দায়েশ জঙ্গিগোষ্ঠী ও সন্ত্রাসবাদকে টিকিয়ে রাখার প্রচেষ্টা গোটা অঞ্চল ও বিশ্বের জন্য বিপজ্জনক। তাদেরকে ভবিষ্যতে ইরাকের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র আফগানিস্তানে দায়েশকে পৃষ্ঠপোষকতা দিয়ে বড় ধরনের কৌশলগত ভুল করছে।
ইরাকে নির্বাচন পিছিয়ে দেয়ার যে চেষ্টা সৌদি আরব করছে- তাকে তিনি অগঠনমূলক হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরাকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার অন্যতম প্রধান শর্ত হচ্ছে যথাসময়ে দেশটিতে নির্বাচনের আয়োজন করা।
ইয়েমেনের চলমান সংকট প্রসঙ্গে আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান কখনোই সামরিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান চায়নি বরং তেহরান মনে করে একমাত্র রাজনৈতিক উপায়ে দেশটির চলমান সংকটের সমাধান হতে পারে।
সাক্ষাতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়ান কুবিশ ইরাকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে সাহায্য করার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিডিপ্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৮/ ই জাহান