তিন তালাক বিরোধী বিল নিয়ে এখন সরগরম ভারতের পার্লামেন্ট৷ লোকসভায় বিল পাশ হয়ে গেলও রাজ্যসভায় বিল আটকে রয়েছে৷ বিরোধী কিছু দল বিল পাশের বিপক্ষে মত দিয়েছেন৷ আর এই সময়েই ভারতের উত্তর প্রদেশের হাপুরে তিন তালাকের শিকার হলেন এক নারী৷
সেই নারীর চাচা জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের নির্দেশ অনুসারে নিজের ধর্ষককে বিয়ে করতে বাধ্য হয়েছিল তার ভাতিজি৷ কিন্তু তার কিছু পরেই তাকে তিন তালাক দেয় সেই ধর্ষক স্বামী৷ এমনকী বিয়ের পর সে আমার ভাতিজির উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত।
সেই নির্যাতিতা জানিয়েছেন, তাকে ও তার বাবাকে একটি সুনসান জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল৷ সেখানে তাকে ডিভোর্স পেপারে সই করতে বাধ্য করা হয়৷ তারপর তিন তালাক দেয় তাকে৷ এর বিচার চান তারা৷ স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন তিনি৷
হাপুরের এসএসপি রাম মোহন সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হবে৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর