পেগাসাস এয়ারওয়েজের একটি বিমান গত ১৪ জানুয়ারি তুরস্কের কৃষ্ণসাগর তীরে ত্রবজোন বিমানবন্দরে অবতরণের আগে হঠাৎই ছিটকে পড়ে। বরফাচ্ছন্ন রানওয়ে থেকে পিছলে গিয়ে কৃষ্ণসাগরে তীরে ঠেকে বিমানটি। সলিলসমাধি ঘটতে যাচ্ছিল ওই এয়ারওয়েজের। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পান বিমানের যাত্রীরা। সেই বিমানটিকে এখন পাবলিক লাইব্রেরিতে রূপান্তরের চিন্তা করছেন দুর্ঘটনাস্থল ত্রবজোনের মেয়র ওরহান ফেবজি।
তুরস্কের একটি কোম্পানি পেগাগাস এয়ারওয়েজের মালিক। দেশটির অন্যতম শীর্ষ এই ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান আলীর কাছে বিমানটি সিটি করপোরেশনকে দান করে দেয়ার অনুরোধ করা হয়েছে।
যদিও দুর্ঘটনার চার দিনের মাথায়ই ক্ষতিগ্রস্ত বিমানটি সংস্কারের কাজ শেষ করে আবারও রানওয়েতে নেয়া হয়েছে।
তবে পেগাসাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়রের চিন্তা অনুযায়ী বিমানটিকে পাবলিক লাইব্রেরিতে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবে। এতে সেদিনের দুঃস্মৃতিও ভুলে থাকা সম্ভব হবে, বলে মনে করছেন পেগাসাসের মহাব্যবস্থাপক মেহমেত তাওফিক।
বিমানের এই লাইব্রেরিতে বই পড়তে হলে সেই বিমানে উঠতে হবে সবাইকে। তবে বিমানে ওঠার জন্য কোনো ফি নেয়া হবে না।
বিডিপ্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৮/ ই জাহান