অলিম্পিককে ঘিরে দুই মেরুর সম্পর্কের বরফ একটু একটু করে গলতে শুরু করেছিল। কিন্তু সেই অলিম্পিককে ঘিরেই ফের প্রকাশ্যে এল দ্বন্দ্ব। উত্তর কোরিয়া সাফ জানিয়ে দিয়েছে অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোনো যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে না তারা।
এ প্রসঙ্গে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, আচমকা কেন এই ধরণের পদক্ষেপ নিল উত্তর কোরিয়া। সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।
তবে, স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, নানা কারণে এই অলিম্পিক সম্প্রতি আলোচনার শীর্ষে। দক্ষিণ কোরিয়া ক্রমাগত বিষয়টিকে নিয়ে জলঘোলা করছে। এতে দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও প্রভাব পড়ছে। এমনকি সাধারণ মানুষের অনুভূতির উপরও এটি আঘাত আনছে। সেই কারণেই অলিম্পিকের উদ্বোধনের সাংস্কৃতিক অনুষ্ঠানে নারাজ উত্তর কোরিয়া।
পাশাপাশি এই ধরণের ঘটনা অত্যন্ত ‘দুঃখজনক’ বলেও উল্লেখ করা হয়। এতে দুই দেশের মধ্যকার চুক্তিগুলোও প্রভাবিত হতে পারে। এই আশঙ্কাও করেছে উত্তর কোরিয়া।
আগামী সপ্তাহতেই দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অলিম্পিক শুরু হতে যাচ্ছে। সেখানেই দুই দেশের রাষ্ট্রপ্রধানরা একসঙ্গে পতাকা উত্তোলন করবেন বলে বিষয়টি কয়েকদিন আগে স্থির হয়।
বর্ষবরণের শুরুতেই আমেরিকা এবং উত্তর কোরিয়া পরমাণু বোমার আস্ফালন নিয়ে একের পর এক হুমকি দেয় একে অপরকে। তবে, উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যেকার সম্পর্ক জটিল হলেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিল বন্ধুত্বের। আর অলিম্পিককে ঘিরে আরও কাছাকাছি এসেছিল দুই দেশ। কিন্তু শেষমেষ ফের বিতর্ক শুরু অলিম্পিককে ঘিরেই। যার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলে মত কূটনীতিবিদদের।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম