স্পেস স্টেশন তৈরি করছে চীন। টিয়ানগং স্পেস স্টেশনটির খবর কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সেই স্পেস স্টেশন তৈরির বেশ কিছু ফুটেজ ফাঁস করেছে দেশটি। সেই ভিডিওটিতেই দেখা যায় চীনের ইঞ্জিনিয়াররা এই স্পেস স্টেশন তৈরির কাজ প্রায় শেষ করেছেন।
চীনের সংবাদসংস্থা জিংহুয়া জানায়, ২০১৯ সালে Long March 5 রকেট লঞ্চ করতে যাচ্ছে চীন। চীনে বর্তমানে একটিই আন্তর্জাতিক স্পেস স্টেশন রয়েছে। এই স্পেস স্টেশনটি আমেরিকা নিয়ন্ত্রণ করে।
এই স্পেসক্রাফটটি চীনের সবচেয়ে বড় স্পেসক্রাফট জানিয়ে চীনের স্পেস স্টেশন প্রোজেক্টের দায়িত্বে থাকা প্রধান ইঞ্জিনিয়ার বলেন,
টিয়ানগং স্পেস স্টেশনটি টি-আকারের।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম