চীনা সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান মাঝ আকাশেই ভেঙে পড়েছে। জানা যায়, যান্ত্রিক গোলযোগের কারণে মাঝ আকাশে বিকল হয়ে যায় যুদ্ধবিমানের ইঞ্জিন। আর তার কিছুক্ষণের মধ্যেই গুইজুং এলাকার কাছে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি।
দুর্ঘটনাগ্রস্থ বিমানের চাঞ্চল্যকর ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি আপদকালীন অবতরণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। কার্যত মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে সেটি।
এ ব্যাপারে চীনা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে সেনা। ট্রেনিং মহড়া চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে সেনার পক্ষ থেকে। একই সঙ্গে কি কারণে এতবড় দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিক অনুমান, ইঞ্জিনে সমস্যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ