ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি অভিযোগ। তারই জের ধরে এবার ট্রাম্প সরকারকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি জানালেন, পাকিস্তান নয়, সম্পর্ক খারাপ হওয়ার জন্য দায়ী যুক্তরাষ্ট্রই।
এ ব্যাপারে সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্বাসি জানিয়েছেন, প্রায় ১৫ বছর আগে ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্কে ভাটা পড়তে শুরু করে। এবং বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করেছেন তাতে এই সম্পর্ক পুরোপুরি ধসে পড়বে। পাক প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সাহায্যের কোনো প্রয়োজন পাকিস্তানের নেই। যে টাকা দেওয়া হচ্ছিল তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বলেই দাবি করেন আব্বাসি।
এদিকে আফগান সংকট সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে শাহিদ খাকান আব্বাসি বলেন, সামরিক উপায়ে আফগান সংকটের সমাধান করা যাবে না বরং সংঘর্ষরত পক্ষগুলোকে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করতে হবে।
গত বছরের আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান জঙ্গিদেরকে আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করার পর ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কের মারাত্মক অবনতি হয়। পাক কর্মকর্থরা ট্রাম্প সরকারের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। শুধু তারাই নয়, গোটা পাকিস্তানের মানুষ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে অখুশি বলে দাবি করেন পাক-প্রধানমন্ত্রী।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ