যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছেন। শহরের সান্টা আনায় একটি শপিং সেন্টারের গাড়ি পার্ক করার স্থানে স্থানীয় সময় রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা পাঁচ আরোহীই নিহত হয়েছেন। তবে এ ঘটনাস্থলের আশপাশে কেউ আহত হয়নি।
এদিকে দেশটির কেন্দ্রীয় বিমান কর্তৃপক্ষ (এফএএ)-এর রেকর্ড অনুযায়ী, ওই প্লেনটি একটি সান ফ্রান্সিসকোর কোম্পানির নামে নিবন্ধন করা হয়েছে এবং এটি কনকর্ডের একটি উপশহর থেকে উড্ডয়ন করেছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার