প্রথম হাইপারসনিক এয়ারক্র্যাফ্টের পরীক্ষা চালিয়ে সফল হয়েছে চীন৷এই উন্নতমানের এয়ারক্র্যাফ্টটি পরমাণু অস্ত্র নিয়ে যেতে সক্ষম, পাশাপাশি যে কোনও ধরণের মিসাইল প্রতিরোধ ব্যবস্থাকেও ভেদ করে যেতে সক্ষম বলে জানিয়েছে চীন৷
সোমবার চায়না একাডেমি অব এয়ারোস্পেস এয়ারোডায়নামিকস (CAAA) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, গত শুক্রবার উত্তর-পশ্চিম চিন থেকে Xingkong-2 অথবা Starry Sky-2 লঞ্চ করা হয়৷ এদিকে একই ধরণের এক্সপেরিমেন্টে নেমেছে আমেরিকা এবং রাশিয়া৷
জানা গেছে, একটি রকেটের সাহায্যে এটি লঞ্চ করা হয় পূর্ব নির্ধারিত জায়গায়৷ শব্দের থেকে পাঁচগুণ অথবা তার থেকেও বেশি গতিবেগে যেতে পারে এই হাইপারসোনিক বিমানগুলি৷ চীনের সরকারি সংবাদ মাধ্যম জানায়, হাইপারসোনিকের এই পরীক্ষা সফল হয়েছে৷ China Aerospace Science and Technology Corporation-এর সঙ্গে CAAA যৌথভাবে এই হাইপারসনিক এয়ারক্র্যাফ্টটি ডিজাইন করেছে বলে জানা গেছে৷
এই এয়ারক্র্যাফ্টটি হাইপারসনিক স্পিডে যাবে৷ অর্থাৎ শব্দের থেকে এর গতিবেগ ৫ গুণ বেশি৷ বিমানটি চীনা মিলিটারির হাতেই ছিল বলে জানা যায়৷ এই এয়ারক্র্যাফ্টের ২টি ডানার সেট রয়েছে৷ চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্স এটি তৈরি করেছে৷ সংস্থার এক গবেষক জানান, “এর স্পিড হাইপারসনিক৷ বেইজিং থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা৷”
এটি দেখতে অনেকটা ইংরেজির বড় হাতের “I”-এর মতো৷ গবেষকদের মতে এই এয়ারক্র্যাফ্ট যেমন বোমা নিয়ে যেতে পারে, তেমনই ফুল থেকে যাত্রী, সবই নিয়ে যেতে পারে৷ মিসাইল ডেলিভারি থেকে পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম এই এয়ারক্র্যাফ্ট৷ এর টার্গেট কখনও মিস হয় না৷ সেদিক থেকেও এই এয়ারক্র্যাফ্ট কার্যকরী৷ বিজ্ঞানীদের মতে এটি চীনের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে৷
বিডি প্রতিদিন/হিমেল