অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে পালিয়ে আসা ভেনেজুয়েলার অভিবাসীরা যাতে প্রবেশ করতে না পারে সে জন্য ব্রাজিলের সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির এক বিচারক।
ব্রাজিলের রোরেইমা প্রদেশ দেশটির সবচেয়ে গরীব প্রদেশগুলোর একটি। সীমান্ত পাড়ি দিয়ে ভেনেজুয়েলার হাজার হাজার নাগরিকে এখানে মানবেতর জীবনযাপন করছেন। গত রবিবার বিচারক হেলডার ব্যারেটো এসব মানুষদের গ্রহণ করতে সঠিক অবস্থানে আসার আগ পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
প্রদেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিনই ভেনেজুয়েলা থেকে ৮০০ এর মতো মানুষ সীমান্ত পাড়ি দিয়ে এখানে আসেন। ভেনেজুয়েলার জন্য বন্ধ করে দিলেও ব্রাজিলের নাগরিক ও ভেনেজুয়েলার নন এমন নাগরিকদের জন্য সীমান্ত উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া ব্রাজিলের অবস্থানরত ভেনেজুয়েলা নাগরিকরা চাইলে নিজ দেশে ফিরে যেতে পারবেন।
বিডি প্রতিদিন/ফারজানা