চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য প্রদেশ গুইঝুতে একটি কয়লা খনি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন অন্তত নয় জন। সোমবার রাতে প্রদেশের পানঝু শহরের জিমুজিয়া কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
এ ব্যাপারে প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
জানা গেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানচালিত খনিটিতে থেকে বছরে প্রায় ৩ লাখ টন কয়লা উৎপাদন হয়। তবে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এর আগে, গত এপ্রিলে খনিটিতে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন হয়। এরপর কয়লা খনি কর্তৃপক্ষকে তাদের নিরাপত্তা বিষয়ে বেশকিছু সংশোধনীর জন্য বলা হয়।
বিডি প্রতিদিন/ ৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ