যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০১৬ সালের ট্রাম্প টাওয়ারের সভা ইস্যুতে টুইট না করার অনুরোধ করা হয়েছে। ওই বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের শীর্ষ উপদেষ্ঠাদের দল ও বেশ কয়েকজন রাশিয়ানের সাথে ওই সভাটি অনুষ্ঠিত হয়।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তদন্ত চলছে। ট্রাম্পের টুইট বিষয়টিকে আরও উসকে দেবে বলে আশঙ্কা করছে হোয়াইট হাউজ। সম্প্রতি ট্রাম্প টাওয়ারের মিটিং নিয়ে খবর প্রকাশ করে সিএনএন ও ওয়াশিংটন পোস্ট।
এরপরপরই ট্রাম্প টুইটারে বলেন, 'প্রতিবেদনে মিথ্য তথ্য দেয়া হয়েছে, পুরোটাই অতিরঞ্জিত। আমি আমার প্রিয় সন্তান ডোনাল্ডকে নিয়ে চিন্তিত। সে সভায় ছিল। বিরোধী প্রার্থী (হিলারি ক্লিনটন) সম্পর্কে তথ্য পেতে সভাটি হয়েছিল। এটা বৈধ এবং রাজনীতিতে সবসময় এটা হয়ে আসছে। তবে আমি সভাটি সম্পর্কে জানতাম না!' সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা