যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘মেনডোসিনো কমপ্লেক্স ফায়ার’ নামে পরিচিত একত্রে দু'টি দাবানলকে রাজ্যটির ইতিহাসে ‘সবচেয়ে বড় সক্রিয় দাবানলে’ হিসেবে ঘোষণা করা হয়েছে। দাবানলে ইতিমধ্যে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ একর জায়গা পুড়ে গেছে, যা আয়তনে প্রায় লস অ্যাঞ্জেলেসের সমান। সোমবার রাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এ সময় তারা জানান, উষ্ণ আবহাওয়া, প্রচণ্ড বাতাস ও স্বল্প আর্দ্রতার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১৬টি স্থানে বড় আগুন মোকাবিলায় কাজ করছেন। এদিকে, রাজ্যের উত্তরে কার নামক স্থানে দাবানলে ইতিমধ্যে সাতজন নিহত হয়েছেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ক্যালিফোর্নিয়ার দাবানল খারাপ হওয়ার জন্য রাজ্যের পরিবেশ আইনকে দায়ী করলেও স্থানীয় পরিবেশবিদ ও কর্মকর্তারা তার এই টুইট বার্তা প্রত্যাখ্যান করেঝেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ