পাকিস্তানের জাতীয় নির্বাচনে জয়ী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্টারি কমিটি ইমরান খানকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। ফলে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের অপেক্ষায় রয়েছেন তিনি। তারকা ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাওয়া ইমরান খান রাজনীতির মাঠে নানা চড়াই-উৎরায় শেষে এবার বিড়ম্বনায় পড়েছেন নাম নিয়ে।
নামে কোনো ভুল নেই। তবে বিড়ম্বনা সৃষ্টি হয়েছে তার নামের সঙ্গে বলিউডের অভিনেতা ইমরান খানের নাম মিলে যাওয়ায়। তাদের নাম, এমনকি পদবিও অভিন্ন।
বলিউড তারকা ইমরান খান তার ইনস্টাগ্রামে একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন। আসলে মেসেজটি করা হয়েছে পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে।
কিন্তু একই নাম হওয়ায় ভুল করে অভিনেতা ইমরান পেয়েছেন সেটি। পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমান রাজনীতিবিদ ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ গত ২৫ জুলাই সাধারণ নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে জয়ী হওয়ার পর এমন মেসেজে ভেসে যাচ্ছে ইনস্টাগ্রাম-টুইটার-ফেসবুক। যদিও পিটিআই চেয়ারম্যান ইমরান ইনস্টাগ্রামে নেই টুইটারে আছেন, আর অভিনেতা ইমরান আছেন দুই অ্যাকাউন্টেই।
বলিউড তারকা ইমরান খান ইনস্টাগ্রামের এই ভুল মেসেজের স্ক্রিনশট শেয়ার করে মজা করে লিখেছেন, সবাই যেভাবে অনুরোধ করছেন আমাকে, তাতে মাঠে নামতেই হবে দেখছি। বেশ! কিছু নীতির খসড়া তৈরি করতে শুরু করি। হয়ে গেলেই আপডেট জানাবো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই ছবি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম