বায়ু দূষণে মানুষের আয়ু কমে যাচ্ছে। এছাড়া দিল্লি ও এর আশেপাশের এলাকায় বহু মানুষ শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুগছে বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এছাড়া বায়ু দূষণে বেসামাল পরিস্থিতি দেখে ভারতকে নিয়ে গোটা বিশ্ব হাসাহাসি করছে বলেও মন্তব্য করে দেশটির সর্বোচ্চ আদালত।
সোমবার বায়ু দূষণ মোকাবেলায় ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারগুলো চরমভাবে ব্যর্থ হওয়ায় ক্ষোভও প্রকাশ করে এসব কথা বলেন দেশটির সর্বোচ্চ আদালত।
আদালত বলেছে, আগামী দশ দিনের মধ্যে সরকারকে বায়ু বিশুদ্ধকরণ টাওয়ার স্থাপনেরও নির্দেশ দেয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই ভারতের উত্তরাঞ্চলে বায়ু দূষণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দিল্লি এবং আশেপাশের এলাকায় মাঠে ফসল পোড়ানো বন্ধ করতে ব্যর্থ হওয়ায় কেন্দ্র এবং রাজ্য সরকার দায়ী করেছেন বিচারকরা।
এছাড়া যানবাহন ও কল কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া এবং নির্মাণ কাজের সময় ধুলোবালি বাতাসে মিশে গত কয়েক মাসে দেশটিতে বায়ু দূষণ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন