অটিস্টিক লোকদের কর্মসংস্থানের সুযোগ দিতে পাইলট প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন গ্লোবাল অটিজম বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে 'প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পোশাকশিল্প খাতে নিয়োগ' সংক্রান্ত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বাংলাদেশ অনেক দিক দিয়ে এগিয়ে আছে। শুধু অটিস্টিকদের জন্য দৃশ্যমান কিছু করা হয়নি। পোশাক খাতে অটিস্টিকদের কর্মসংস্থানের সুযোগ দিলে বাংলাদেশ বিশ্বে মডেল হবে। অটিজম পলিসিতে কর্মসংস্থানে ৫ শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে। এটি প্রত্যেকের মাথায় রাখা দরকার। এই জন্য বেশি বেশি ট্রেনিং সেন্টার স্থাপন করা প্রয়োজন।'
সভাপতির বক্তব্যে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, 'বিজিএমইএ প্রতিবন্ধী সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে। পোশাক কারখানায় অনেক প্রতিবন্ধীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। শিগগিরই বিজিএমইএ ৩০০ অটিস্টিক লোকের কর্মসংস্থান করবে। এরই মধ্যে ৫১ জনের সুযোগ করে দিয়েছি।'
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক, শ্রমসচিব মিকাইল শিপার, ডা. লুবনা ইসলাম, অটিজম বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী, অটিজম অভিভাবক মোহাম্মাদ আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৫/ এস আহমেদ