আগামী মার্চে প্রতিযোগিতামূলক খেলায় ফিরছেন পাকিস্তানের স্পট ফিক্সিংয়ে সাজাপ্রাপ্ত ক্রিকেটার মোহাম্মদ আমির। সম্প্রতি এই পাক তরুণকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থার সবুজ সংকেত পেয়ে মাঠে ফেরার তোড়জোড়ও শুরু করেছেন এ বাঁহাতি পেসার।
দ্বিতীয় সারির ক্রিকেট দিয়ে মাঠে ফিরছেন আমির। আগামী ৯ মার্চ শুরু হত যাওয়া টুর্নামেন্টে করাচিভিত্তিক ওমর অ্যাসোসিয়েটসের হয়ে খেলবেন তিনি। তবে সেপ্টেম্বরের আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না ২২ বছর বয়সী এই ক্রিকেটার। খবর ক্রিকইনফোর।
এই পেসারকে পেতে অনেক দলই আগ্রহী ছিল। আমির বেছে নিয়েছেন ওমর অ্যাসোসিয়েটসকে। প্রতিষ্ঠানের প্রধান নাদিম ওমর বলেছেন, “আমরা আমিরের সঙ্গে চুক্তি করেছি। আমাদের দ্বিতীয় সারির দলে খেলার জন্য। আমরা মনে করি, প্রত্যেকেরই ক্যারিয়ারে দ্বিতীয় সুযোগ প্রাপ্য।’
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব