আফ্রিকান নেশন্স কাপে চারবারের চ্যাম্পিয়ন ঘানা আজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইকুয়াটোরিয়াল গিনির। মালাবোর নুয়েভো স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। আফ্রিকান নেশন্স কাপের চূড়ান্ত আসর কিংবা বাছাই পর্বে অথবা অন্য কোনো আসরে এর আগে কখনোই মুখোমুখি হয়নি দুই দল। প্রথমবারের মতো দেখা হচ্ছে দুই প্রতিপক্ষের।
আফ্রিকান নেশন্স কাপের চলতি আসরে ফেবারিট হিসেবেই খেলছে ঘানা। অন্যদিকে স্বাগতিক হিসেবে ফেবারিট ইকুয়াটোরিয়াল গিনিও। তবে টুর্নামেন্টের অতীত রেকর্ড ভালো থাকায় আজ স্বাগতিকদের চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে ব্ল্যাক স্টারসরা। তবে ঘানার কোচ আবরাম গ্র্যান্ট ভয় পাচ্ছেন রেফারির ভুল সিদ্ধান্তকে। তিনি বলেন, 'যদি রেফারি দুইটা কিংবা তিনটা ভুল সিদ্ধান্ত দেয় তাহলে আমার নিয়ন্ত্রণে কিছুই থাকবে না। আমি কেবল খেলাটাই নিয়ন্ত্রণ করতে পারব।' তবে তিনি মনে করেন, দুয়েকটা ম্যাচ ছাড়া টুর্নামেন্টে রেফারিরা ভালোই ম্যাচ পরিচালনা করেছেন। এদিকে স্বাগতিকদের আর্জেন্টাইন কোচ ইস্তেবান বেকার বলছেন, 'আফ্রিকান নেশন্স কাপ জয় করা কঠিন হবে। তারপরও আমি এটা জয়ের আশাই করব।' দলের তরুণদের ওপরই আস্থা রাখছেন এ আর্জেন্টাইন। আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল রবিবার বাতা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।