একে একে ১০টি ক্রিকেট বিশ্বকাপ চলে গেল। এর মধ্যে কত রেকর্ডই না দেখেছেন ভক্তরা। ব্যাটিংয়ে শচীন টেন্ডুলকার থেকে শুরু করে আরও অনেকের বিভিন্ন রকমের রেকর্ড। বোলিংয়েও রেকর্ডের কমতি নেই। ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়া থেকে শুরু করে হ্যাটট্রিক! কত রেকর্ড আছে। তবে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা দখল করে রেখেছেন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও অ্যান্ডি বিকেল এবং ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন ডেভিস প্রত্যেকেই ইনিংসে সর্বোচ্চ সাতটি করে উইকেট শিকারের গৌরব অর্জন করেছেন। ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছিলেন গ্লেন ম্যাকগ্রা। একই বিশ্বকাপে পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে ২০ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন অ্যান্ডি বিকেল। ১৯৮৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ারই বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে সর্বোচ্চ ৭ উইকেট শিকারের গৌরব অর্জন করেছিলেন ক্যারিবীয় বোলার উইনস্টন ডেভিস। তিনি ৫১ রানে ৭ উইকেট শিকার করেছিলেন। বিশ্বকাপের আর মাত্র সাত দিন বাকি। ঠিক সাত দিন পরই এক আলো ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপের এগারতম আসর। অবশ্য উদ্বোধনী অনুষ্ঠান এবার দুটি হতে যাচ্ছে। মেলবোর্নে হবে অস্ট্রেলিয়া পর্বের উদ্বোধন আর নিউজিল্যান্ড পর্বের উদ্বোধন হবে ক্রাইস্টচার্চে। একটা বিশ্বকাপের উন্মাদনায় মেতে ওঠার আর মাত্র সাত দিন বাকি!