যে রাতে লিওনেল মেসি ছাড়িয়ে যেতে পারতেন অনেক কিংবদন্তিকে। ম্যারাডোনার পাশে স্থান নিতে পারতেন। সেই রাতে আর্জেন্টাইন এ জাদুকর ছিলেন নিষ্প্রভ। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনার পরাজয়কে অনেকেই মেসির ব্যক্তিগত ব্যর্থতা বলে মন্তব্য করেন। সমালোচকরা যাই বলুক, বিশ্বকাপ ফাইনালের পরাজয়ের দুঃখ লিওনেল মেসি কখনোই ভুলতে পারবেন না। এখনো এ দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন আর্জেন্টাইন জাদুকর। তিনি ফিফার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমার কী বলার থাকতে পারে! এটা ছিল দুঃখজনক। আমরা অনেকগুলো সুযোগ পেয়েছিলাম ম্যাচটা জয় করার জন্য। অথচ একটা সুযোগও কাজে লাগাতে পারিনি। এ অনুতাপ আমাদের সারাজীবন বয়ে বেড়াতে হবে।' মেসি সম্ভবত আর একটা বিশ্বকাপ খেলতে পারবেন ক্যারিয়ার শেষ করার আগে। অবশ্য দুইটাও খেলতে পারেন। যদি তিনি ৩৫ বছর পর্যন্ত ফুটবল খেলার জন্য নিজেকে ফিট রাখতে পারেন। তবে ব্রাজিল বিশ্বকাপের মতো এমন সুযোগ আর পাবেন কি-না কে জানে!