শুরুটা যাদের সঙ্গে হয়েছিল শেষটাও তাদের সঙ্গে। রবিবার বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টানটান উত্তেজনার খেলা। এরইমধ্যে টিকেটের জন্য হন্যে হয়ে পড়েছেন ফুটবলপ্রেমীরা। কিন্তু কোথায় পাবেন ফাইনালের টিকেট?
আগামী রবিবার ফাইনাল ম্যাচের টিকেট বাফুফে নির্ধারিত ৪টি স্থান থেকে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সংগ্রহ করতে পারবেন দর্শকরা। গ্যালারি টিকিট ৮০, ভিআইপি টিকিট ১৫০ টাকায় পাওয়া যাবে।
১. বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে ভবন)।
২. মহানগরী ফুটবল লিগ কমিটির অফিস।
৩. বঙ্গবন্ধু স্টেডিয়ামে নির্ধারিত দুটি টিকিট কাউন্টার।
বঙ্গবন্ধু গোল্ডকাপের পুরো টুর্নামেন্ট জুড়েই দেখা গেছে টিকেটের জন্য হাহাকার! শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বনাম থাইল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ চলাকালে টিকেটের জন্য হাতাহাতির ঘটনাও ঘটে। কালোবাজার থেকে বেশি দামে টিকেট নিয়ে খেলা উপভোগ করেছেন অনেকে।
এক্ষেত্রে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে কোন দালাল না ধরে নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানগুলোতে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করার পরামর্শ দিয়েছে বাফুফে।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ