প্রথমবারের মতো বাবা হলেন ভারতের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। শুক্রবার দিল্লির গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী সাকশি। সদ্যজাত শিশুর ওজন ৩.৭ কেজি বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে বর্তমানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে আছেন ধোনি। সাধারণত বিদেশ সফরের সফর সাকশিকে ধোনির সঙ্গেই ভ্রমণ করতে দেখা যায়। তবে এবার মা হবেন বলেই বিশ্বকাপ সফরে দলের সঙ্গে নেই তিনি।
উল্লেখ্য, ২০১০ সালের ৪ জুলাই ধোনি ও সাকশি বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
বিডি-প্রতিদিন/ ৭ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ