১৯৯৬ বিশ্বকাপে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় বিশ্বকাপ ক্রিকেটের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। কেনিয়া ও জিম্বাবুয়ের মধ্যকার সেই ম্যাচে আম্পায়ারারের দায়িত্বে ছিলেন পাকিস্তানি আম্পায়ার খিজির হায়াত। কিন্তু ম্যাচ চলকালে তাকে হঠাৎই দেখা যায় মাঠ থেকে দৌড়ে পালাচ্ছেন!
বিষয়টি বোঝার জন্য দর্শকরা যখন ভাবনাশঙ্কুল, তখনই দেখা যায় টিভি আম্পায়ার ফরিদ মালিথ আরও বেশি তাড়াহুড়ো করে মাঠে প্রবেশ করছেন। কাহিনী কী? কেন এই আম্পায়ার পরিবর্তন বা আম্পায়ারের ভোঁ দৌড়। পরে জানা যায় পেটের গণ্ডগোলের কারণে প্রকৃতির ডাকে সাড়া দিতে খেলার মাঝপথে তড়িঘড়ি দৌড় মারতে বাধ্য হন পাক আম্পায়ার।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব