আইসিসির বোলিং অ্যাকশান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন স্পিনার সোহাগ গাজীর। এতে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরার পথ উন্মুক্ত হলো দেশের তারকা এ স্পিনারের।
এর আগে, গত ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় বারের মত বোলিং অ্যাকশন পরীক্ষা দেন গাজী।
উল্লেখ্য, অবৈধ্য বোলিং অ্যাকশনের জন্য গেল বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সোহাগ গাজী। এর ফলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার।