আইসিসির বোলিং অ্যাকশান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ বাংলাদেশি স্পিনার সোহাগ গাজীর। একইসঙ্গে উত্তীর্ণ হয়েছেন পাকিস্তানের তারকা স্পিনার সাঈদ আজমলেরও। এতে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরার পথ উন্মুক্ত হলো বর্তমান সময়ের দুই দেশের দুই তারকা স্পিনারের।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ভারতের চেন্নাইয়ে গত ২৪ জানুয়ারি দ্বিতীয় বারের মত বোলিং অ্যাকশন পরীক্ষা দেন টাইগার স্পিনার সোহাগ গাজী ও পাকিস্তানের সাঈদ আজমল। এরপর যাচাই-বাছাই করে
আজ শনিবার আইসিসি দু'জনকে ক্রিকেটে ফেরার ছাড়পত্র দিয়েছে।
উল্লেখ্য, অবৈধ্য বোলিং অ্যাকশনের জন্য গেল বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সোহাগ গাজী ও সাঈদ আজমল। এর ফলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি সোহাগ গাজীর।
আর বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকলেও পরবর্তীতে নাম প্রত্যাহার করে নেন আজমল।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব