ব্রিসবেনে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষ মাশরাফিদের। ক্যাম্প শেষে কাল টাইগাররা উড়ে গেছেন সিডনি। সিডনিতে বিশ্বকাপে বাংলাদেশের কোনো খেলা নেই। না থাকলেও সিডনির ব্ল্যাক টাউন অলিম্পিক পার্ক ওভালে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। ৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ক্রিকেট লড়াইয়ে নামবে টাইগাররা। ম্যাচ দুটিতে বাঁ হাতি ড্যাসিং ওপেনার তামিম ইকবালের খেলার সম্ভাবনা উজ্জ্বল। সিডনিতে খেলে দল এরপর উড়ে যাবে মেলবোর্ন। সেখানে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে খেলবে ১৮ ফেব্রুয়ারি। বিশ্বকাপে অংশ নিতে ২৪ জানুয়ারি ঢাকা ছাড়ে ক্রিকেট দল। ব্রিসবেনে দুই সপ্তাহের ক্যাম্প করে। ক্যাম্প চলাকালীন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে। তবে ফলাফল নেতিবাচক। ৫ ও ৬ উইকেটে হেরেছে। প্রথম ম্যাচে ২৩১ এবং দ্বিতীয় ম্যাচে ১৯৩ রান করে টাইগাররা। প্রস্তুতি ম্যাচের ফল এবং দুই সপ্তাহের ক্যাম্পিং অভিজ্ঞতা নিয়েই কাল থেকে বিশ্বকাপের মূল মিশনে পা রাখল বাংলাদেশ। সিডনিতে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩ টায় পা রাখেন মাশরাফিরা। দলের সবাই ভালো আছেন সিডনি থেকে জানান টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, 'দলের সবাই সুস্থ আছেন এবং সবাই চনমনে।' তামিমের বিষয়ে বলেন, 'তামিম সুস্থ আছেন। পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন বলে আমি জানি।' কোচের সঙ্গে তার ঠাণ্ডা লড়াই হচ্ছে বলে যে কথা ভেসে বেড়াচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে, সেটা ভুল বলেন টিম ম্যানেজার, 'আমার সঙ্গে কোচের কথা হয়েছে। দলের কোনো বিষয় নিয়ে আমার বলার নয়। এগুলো বলবেন কোচ। তারপরও আমাকে বলতে হয়েছে। আর কোচের সঙ্গে আমার কোনো সমস্যা নেই।'