মিল্ক প্লাস করপোরেট ইনডোর ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আনোয়ারা গ্রুপ। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে ৭১ রানে হারিয়েছে নিট কনসার্নকে। চ্যাম্পিয়ন হয়ে পাঁচ লাখ টাকা প্রাইজ মানি পেয়েছে আনোয়ারা গ্রুপ। পুরস্কার বিতরণ করেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুবারক আলি। টুর্নামেন্টটি পরিচালনা করে তিন সাবেক ক্রিকেটার আকরাম খান, আতহার আলি ও খালেদ মাসুদের 'থ্রি ক্রিকস'।