কার্লো আনসেলত্তি বড় গলায় বলেছিলেন, অ্যাটলেটিকোকে ভয় পায় না রিয়াল মাদ্রিদ। তবে তার কথার সঙ্গে রোনালদোদের পারফরম্যান্সের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি গতকাল ভিসেন্ট ক্যালডেরনে। মাদ্রিদ ডার্বিতে দিয়েগো সিমিওনের শিষ্যরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। সার্জিও রামোস, পেপে, মার্সেলো এবং জেমস রদ্রিগেজদের অনুপস্থিতির মূল্য দিল লস ব্ল্যাঙ্কোসরা।
থিয়াগোর ১৪ মিনিটের গোলেই এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৮ মিনিটে সাউল অসাধারণ এক ডাবলিংয়ে ব্যবধান ২-০ করেন। ম্যাচের প্রথম এ ধাক্কাটাই সামলাতে পারেনি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ফরাসি তারকা গ্রিজম্যান ৩-০ গোলে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদকে। ৮৯ মিনিটে রিয়ালের বুকে শেষ পেরেক ঠোকেন ক্রোয়েশিয়ান তারকা মারিও মানজুকিচ। এ জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ২২ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানেই থাকল। হেরে গেলেও অবশ্য রিয়াল মাদ্রিদ শীর্ষেই থাকছে। ২২ ম্যাচে লস ব্ল্যাঙ্কোসদের সংগ্রহ ৫০ পয়েন্ট। রিয়াল মাদ্রিদের পরাজয়ে সুবিধা হলো বার্সেলোনার। ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা কাতালানরা আজই পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে পারে। এদিকে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে চেলসি জিতলেও টটেনহ্যামের কাছে ২-১ গোলে হেরে গেছে আর্সেনাল। হাল সিটির সঙ্গে ইত্তিহাদ স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।