আশা জাগিয়েও পারলো না বাংলাদেশ। অতিরিক্ত সময়ে মোহাম্মদ ফাইজাদের গোলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে ৩-২ হেরে গেল মামুনুলরা। তবে এর আগে দারুন কিছু সুযোগ পেয়েও কাজে না লাগাতে পারার খেসারত দিতে হলো স্বাগতিকদের। ঘরের মাঠে আজ জিততে পারলে প্রায় এক যুগ পর আন্তর্জাতিক কোন ফুটবল টুর্নামেন্টের শিরোপা স্বাদ পেত বাংলাদেশ।
রবিবার বঙ্গবন্ধ জাতীয় স্টেডিয়ামে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। ৩২ মিনিটেই অসাধারণ এক এক ফ্রি কিকে বাংলাদেশের জাল কাঁপান মালয়েশিয়ার অধিনায়ক নাজিরুল। নয়নকাড়া এই ডিফেন্ডারের বাকানো শট অনেক উপরে লাফ দিয়েও রক্ষা করতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক শহিদুল। এর আট মিনিটের ব্যবধানে মালয়েশিয়া লিড নেয় ২-০ গোলে। বাংলাদেশের রক্ষণভাগকে বোকা বানিয়ে এই গোলটি করেন মালয়েশিয়ার ভারতীয় বংশোদ্ভোুত খেলোয়াড় কুমারান।
প্রথমার্ধের শেষ মুহুর্তে বাংলাদেশ আক্রমণ শানালেও পায়নি কাঙ্খিত গোল। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মালয়েশিয়ার যুব দল।
বিরতির পর খেলায় ফেরে মামুনুলরা। ৪৮ মিনিটে রায়হান হাসানের থ্রো থেকে হেড দিয়ে বল জালে জড়ানোর চেষ্টা করেন নাসির হোসেন। কিন্তু সেটা ফিরিয়ে দেন মালয়েশিয়ার গোলরক্ষক। এরপর শট দিয়ে বল জালে জড়ান বাংলাদেশের সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।
এরপর ৫৫ মিনিটে মামুনুলের কর্নার-কিক থেকে ইয়াসিন খান হেড দিয়ে গোল করেন। এরপর দারুন কিছু সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় জালে বল জড়াতে পারেনি স্বাগতিকরা। শেষ দিকে খেলার অতিরিক্ত সময়ে (৯১ মিনিট ৩২ সেকেণ্ড) অসাধারণ এক হেডে বাংলাদেশিদের কান্নায় ভাসিয়ে জয়ের উল্লাসে মেতে উঠেন মালয়েশিয়া। কারণ তখন খেলার বাকি মাত্র দেড় মিনিট। তাই ভালো খেলেও রানার্স আপ হয়ে শেষ হলো বাংলাদেশের গোল্ডকাপ মিশন।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব