বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেল তাহলে! এর বিপরীতে অবশ্য অনেকেই অবস্থান নিতে পারেন। নেওয়ার যুক্তিও থাকবে। বিশ্বকাপ শুরু ১৪ ফেব্রুয়ারি এবং বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি। তাই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু বলাটা একটু আগামই। তারপরও যুক্তি-তর্কের ঊধের্্ব থেকে বলতে হবে পাকিস্তান ম্যাচ দিয়ে মাশরাফিরা আজ ঢুকে পড়ছেন ক্রিকেট মহাযজ্ঞে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আজ পাকিস্তান এবং বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচ দুটি খেলতে ব্রিসবেনের দুই সপ্তাহের ক্যাম্প শেষে মাশরাফি বাহিনী এখন সিডনিতে।
অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গত ২৪ জানুয়ারি ঢাকা ছাড়ে টাইগাররা। দেশ ছাড়ার আগে কোয়ার্টার ফাইনালে খেলার প্রত্যাশার কথা বলেছিলেন মাশরাফি। সেই প্রত্যাশায় কাল সিডনিতে অনুশীলনের আগে মাশরাফি, তামিম ইকবাল, নাসির হোসেন, আল-আমিনরা ব্যাটে সাইন করেন। এরপর স্থানীয় সময় দুপুর ২টায় ব্যাটিং বোলিং করেন ক্রিকেটাররা। প্রথম দুই প্রস্তুতি ম্যাচ না খেলা তামিম কাল ব্যাটিং করেন দীর্ঘসময়। পাকিস্তানের বিপক্ষে নামার সম্ভাবনা রয়েছে বাঁ হাতি ওপেনারের। এটা আন্তর্জাতিক ম্যাচ বলেই আফগানিস্তানের বিপক্ষে একাদশকে দেখা যেতে পারে। এমন সম্ভাবনার কথাই বলেছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, 'দুটি প্রস্তুতি ম্যাচে প্রায় সবাইকে খেলিয়েছেন কোচ। এদের মধ্যে থেকে সেরা একাদশ খেলাবেন বলে আমি মনে করি।' তামিমের খেলার বিষয়ে বলেন, 'বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে তামিমকে অবশ্যই প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। কোচ সম্ভবত তাকে আজ খেলাতে পারেন।' পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স আহামরি কিছু নয়। ৩২ ম্যাচে জয় মাত্র একটি। তাও ১৯৯৯ সালের বিশ্বকাপে। ওই ম্যাচের নায়ক খালেদ মাহমুদ এখন টিম ম্যানেজার।
বিশ্বকাপে যাওয়ার আগে কোয়ার্টার ফাইনাল খেলার কথা বলেছিলেন টাইগার অধিনায়ক। সিডনিতে সেই পুরনো কথাই বললেন মাশরাফি। এই আত্মবিশ্বাস জুনিয়রদের নিয়ে। টাইগারদের এবারের দলে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে ৬ ক্রিকেটারের। তিনটি করে বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে অধিনায়ক মাশরাফি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম। দুটি করে বিশ্বকাপ খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া ৯ ক্রিকেটারের অভিষেক হচ্ছে বিশ্বকাপে। ৯ ক্রিকেটারের ঝুলিতে রয়েছে একত্রে ১২১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা। এই তরুণদের নিয়ে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক, 'দলের সিনিয়র ক্রিকেটাররা যদি নিজেদের মেলে ধরতে পারেন এবং জুনিয়ররা তাদের সহায়তা করেন, তাহলে সাফল্য পাব।'