ম্যাচ পাঁচটায়। গ্যালারি ভরে যাবে দুপুরেই। ফুটবলের এ দৃশ্য যেন ঢাকা থেকে হারিয়ে যেতে বসেছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শক যে ভরপুর থাকে এ কথা বর্তমান প্রজন্মের কাছে অবিশ্বাস্য ছিল। আসলে বিশ্বাস করবেই বা কীভাবে মোহামেডান-আবাহনীর ম্যাচেই এখন গ্যালারি থাকছে ফাঁকা। কিন্তু বঙ্গবন্ধু গোল্ডকাপ হতাশার চিত্র বদলে দিয়েছে। ঢাকা বা সিলেটে বাংলাদেশের প্রতিটি ম্যাচে উপচে পড়া দর্শকের সমাগম ঘটেছে। থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে পুরো গ্যালারি ভরে গিয়েছিল। গতকাল ফুটবলে যেন ৭০ বা ৮০ দর্শকের অবস্থা ফিরে এসেছিল। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল শুরু হয়েছিল বিকাল পাঁচটায়। অথচ টিকিট পেতে আগের দিন থেকে দর্শকের হাহাকারের শেষ ছিল না। অনেকদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফাইনাল খেলেছে বাংলাদেশ। তা দেখার জন্য গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আঙ্গিনায় সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে। ফাইনালে টিকিটের মূল্য ছিল সাধারণ গ্যালারি ৮০ ও ভিআইপি ১৫০ টাকা। কালো বাজারে ৮০ টাকার টিকিট ২০০ ও ১৫০ টাকার টিকিট বিক্রি হয়েছে ৩০০ টাকায়। তবু মিলছিল না টিকিট। পল্টন ছাড়িয়ে কালো বাজারে টিকিট বিক্রি হয় মতিঝিল পর্যন্ত। ক্রিকেটে এখন টিকিট বিক্রি হয় কালো বাজারে। ফুটবলেতো দর্শক নেই সুতরাং চড়াদামে বিক্রি হবে তা ছিল স্বপ্নের ব্যাপার। ভালো ম্যাচ হলে দর্শক যে ঘরে বসে থাকবে না তার প্রমাণ মিলেছে বঙ্গবন্ধু কাপে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যালারি ভরা দর্শক দেখে অভিভূত। তিনি বলেন, ফুটবল আবার জেগে উঠেছে। বাংলাদেশ এবারে না পারলেও আগামীতে বঙ্গবন্ধু কাপে জয়ী হবে। সাফ চ্যাম্পিয়নশিপ, চ্যালেঞ্জ কাপ, এশিয়ান গেমস, বিশ্বকাপ প্রাক-বাছাইপর্ব সব টুর্নামেন্টেই ভরাডুবি। ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারছিল না। তাছাড়া অবিশ্বাস্য হলেও সত্যি যে প্রায় ১৫ বছর ধরে দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টের দেখা মিলছিল না। ফুটবলে যে বাংলাদেশ জিততে পারে একথা যেন ক্রীড়ামোদীরা ভুলতে বসেছিলেন। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু কাপে হারানো জলুস ফিরে এসেছে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারলেও পরের দুই ম্যাচে বাংলাদেশ যেন জাদুকরি নৈপুণ্য প্রদর্শন করে। কাল ফাইনালে হারলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রশংসা করার মতো। প্রথমে দুই গোল খেয়ে দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ্যেই ম্যাচে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত দুর্ভাগ্যক্রমে ট্রফি জিততে পারেনি। কায়সার হামিদ, ছাইদ হাছান কানন, শেখ আসলামদের মতো তারকা ফুটবলার বলতে বাধ্য হয়েছেন এত গতিময় খেলা তারাও খেলেননি।
শিরোনাম
- বোয়ালমারীতে ফ্যাসিস্ট আ. লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
- তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড
- বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাংলাদেশকে পুতুলরাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার
- গণমাধ্যমের প্রতি আস্থা ফেরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : কাদের গনি চৌধুরী
- শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড মনুমেন্ট উদ্বোধন
- ‘ডিএনসিসির সঙ্গে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি’
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি কোর্স চালুকরণে কর্মশালা
- এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই
- এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রংপুরে
- র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ
- চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রপ্তানি কার্যক্রম দ্রুত করতে পদক্ষেপ
- ‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’
- সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন মেজর হাফিজ
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার
- মারধরের পর পল্লী চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ
- টুঙ্গিপাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
- ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, জানালেন তামিম
- চাঁপাইনবাবগঞ্জের আম দেশের ২৫ জেলায় পৌঁছে দিবে ডাক বিভাগ
- আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে : ব্যারিস্টার ফুয়াদ
অভিভূত প্রধানমন্ত্রী
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর