ম্যাচ পাঁচটায়। গ্যালারি ভরে যাবে দুপুরেই। ফুটবলের এ দৃশ্য যেন ঢাকা থেকে হারিয়ে যেতে বসেছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শক যে ভরপুর থাকে এ কথা বর্তমান প্রজন্মের কাছে অবিশ্বাস্য ছিল। আসলে বিশ্বাস করবেই বা কীভাবে মোহামেডান-আবাহনীর ম্যাচেই এখন গ্যালারি থাকছে ফাঁকা। কিন্তু বঙ্গবন্ধু গোল্ডকাপ হতাশার চিত্র বদলে দিয়েছে। ঢাকা বা সিলেটে বাংলাদেশের প্রতিটি ম্যাচে উপচে পড়া দর্শকের সমাগম ঘটেছে। থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে পুরো গ্যালারি ভরে গিয়েছিল। গতকাল ফুটবলে যেন ৭০ বা ৮০ দর্শকের অবস্থা ফিরে এসেছিল। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল শুরু হয়েছিল বিকাল পাঁচটায়। অথচ টিকিট পেতে আগের দিন থেকে দর্শকের হাহাকারের শেষ ছিল না। অনেকদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফাইনাল খেলেছে বাংলাদেশ। তা দেখার জন্য গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আঙ্গিনায় সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে। ফাইনালে টিকিটের মূল্য ছিল সাধারণ গ্যালারি ৮০ ও ভিআইপি ১৫০ টাকা। কালো বাজারে ৮০ টাকার টিকিট ২০০ ও ১৫০ টাকার টিকিট বিক্রি হয়েছে ৩০০ টাকায়। তবু মিলছিল না টিকিট। পল্টন ছাড়িয়ে কালো বাজারে টিকিট বিক্রি হয় মতিঝিল পর্যন্ত। ক্রিকেটে এখন টিকিট বিক্রি হয় কালো বাজারে। ফুটবলেতো দর্শক নেই সুতরাং চড়াদামে বিক্রি হবে তা ছিল স্বপ্নের ব্যাপার। ভালো ম্যাচ হলে দর্শক যে ঘরে বসে থাকবে না তার প্রমাণ মিলেছে বঙ্গবন্ধু কাপে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যালারি ভরা দর্শক দেখে অভিভূত। তিনি বলেন, ফুটবল আবার জেগে উঠেছে। বাংলাদেশ এবারে না পারলেও আগামীতে বঙ্গবন্ধু কাপে জয়ী হবে। সাফ চ্যাম্পিয়নশিপ, চ্যালেঞ্জ কাপ, এশিয়ান গেমস, বিশ্বকাপ প্রাক-বাছাইপর্ব সব টুর্নামেন্টেই ভরাডুবি। ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারছিল না। তাছাড়া অবিশ্বাস্য হলেও সত্যি যে প্রায় ১৫ বছর ধরে দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টের দেখা মিলছিল না। ফুটবলে যে বাংলাদেশ জিততে পারে একথা যেন ক্রীড়ামোদীরা ভুলতে বসেছিলেন। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু কাপে হারানো জলুস ফিরে এসেছে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারলেও পরের দুই ম্যাচে বাংলাদেশ যেন জাদুকরি নৈপুণ্য প্রদর্শন করে। কাল ফাইনালে হারলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রশংসা করার মতো। প্রথমে দুই গোল খেয়ে দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ্যেই ম্যাচে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত দুর্ভাগ্যক্রমে ট্রফি জিততে পারেনি। কায়সার হামিদ, ছাইদ হাছান কানন, শেখ আসলামদের মতো তারকা ফুটবলার বলতে বাধ্য হয়েছেন এত গতিময় খেলা তারাও খেলেননি।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার