বিশ্বকাপের পূর্বে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তান।
বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের জবাবে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। পাকিস্তান দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করেন আহমেদ সেহজাদ ও সারফরাজ আহমেদ।
খেলার দ্বিতীয় ওভারে রুবেল হোসেনের বলে সারফরাজ আহমেদ ও পঞ্চম ওভারে মাশরাফির বলে আহমেদ সেহজাদ সাজঘরে ফিরে যান। তারপর খেলার হাল ধরেন অভিজ্ঞ ইউনিস খান ও হারিস সোহেল।
কিন্তু ১৫ তম ওভারে পাকিস্তানের ইউনিস খানকে তুলে নেন বাংলাদেশি তরুণ বোলার তাসকিন আহমেদ। এবং ২৫তম ওভারে রিয়াদের শিকার হয়ে ফিরে গেছেন হারিস সোহেল। এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন শোয়েব মাকসুদ ও ওমর আকমল।
ওমর আকমল রিটায়ার্ড হার্ট হয়ে অবসরে গেলে মাঠে নামেন মিসবাহ-উল হক। কিন্তু ৪২ তম ওভারে তাসকিনের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান মিসবাহ-উল হক।
অবশেষে ৪৮ওভার এক বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় পাকিবাহিনী।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৫ ওভারে ২৪৬/১০
(মাহমুদউল্লাহ ৮৩, তামিম ৮১, সাকিব ৩১; মোহাম্মদ ইরফান ৫২/৫)
পাকিস্তান: ৪৮.১ ওভারে ২৪৭/৭
(শোয়েব মাকসুদ ৯৩*, হারিস ৩৯, আকমল ৩৯; মাশরাফি ৫০/২, তাসকিন ৪১/২)