অস্ট্রেলিয়ায় খেলা আর স্লেজিং থাকবে না, তা কি করে হয়! বাক-বিতণ্ডা ছাড়া অস্ট্রেলিয়ায় ক্রিকেট জমেই না। কদিন আগে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট ম্যাচেও তো স্লেজিং চলেছে দেদারছে। কিন্তু বিশ্বকাপে নিষিদ্ধ হয়ে গেছে স্লেজিং। বিশ্বকাপে কোনো ক্রিকেটার ভুলবশত স্লেজিং করলেও তাকে জরিমানা গুনতে হবে, তবে সেটা প্রথমবারের জন্য সতর্কবার্তা হিসেবে। দ্বিতীয়বার সরাসরি বহিষ্কার। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপকে ঘিরে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এখন মাঠে আর কোনো ক্রিকেটার প্রতিপক্ষের খেলোয়াড়কে উত্ত্যক্ত কিংবা বিরক্ত করার উদ্দেশ্যে কোনো কথা বলতে পারবেন না। আর বললে সেটা স্লেজিং হিসেবে গণ্য হবে। আর স্লেজিং করলেই শাস্তি অনির্বার্য।
আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ড বলেছেন, 'যে সব খেলোয়াড় ইতিমধ্যেই বাজে আচরণের জন্য চিহ্নিত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রথমবার অভিযোগ প্রমাণ হলেই ম্যাচ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' তিনি বলেন, 'আইসিসির এই সিদ্ধান্তটি প্রাক ম্যাচ দলীয় মিটিংয়ে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপ শুরুর আগেই বেশ কয়েকটি দলের কিছু কিছু খেলোয়াড়ের আচরণ নিয়ে আমাদের কাছে রিপোর্ট আছে। এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তরুণ সমর্থকরা এখান থেকে একটা ভুল বার্তা পায়। যা কোনো ক্রমেই কাম্য হতে পারে না। গত কয়েক মাসে দ্বিপক্ষীয় বিভিন্ন সিরিজে আইসিসি কোড অব কন্ডাক্টের ১২-১৩ ধারায় বিষয়টি নিয়ে কাজ করা হয়েছে। তাই আমি বলব ইতিমধ্যেই এই আইনের কার্যকারিতা শুরু হয়ে গেছে। দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের ঘটনায় আম্পায়ারদের আগের থেকে কঠোর মনোভাব পোষণ করার নির্দেশ রয়েছে। ম্যাচ রেফারির দেওয়া জরিমানার অংকও আগের থেকে কয়েকগুণ বাড়ানো হয়েছে।'