ঢাকা আবাহনীর কর্মকর্তারা অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন শেখ কামালের নামে ক্লাব প্রাঙ্গণে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের। ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন। তারপরও আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামাল নামকরণে ক্রীড়া কমপ্লেক্সরে কাজের তেমন অগ্রগতি হয়নি। এবার ক্লাব কর্তৃপক্ষ দ্রুত কমপ্লেক্স নির্মাণে উঠে পড়ে লেগেছেন। আগামী ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করে ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রতিবছরই প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে আবাহনী অনুষ্ঠান করে থাকে। আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, 'আমাদের লক্ষ্য ছিল আরও আগে পুরোদমে কমপ্লেক্সে নির্মাণ কাজ শুরু করা। কিন্তু করতে পারেনি। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি ২০১৮ সালের জুলাইয়ের মধ্যে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স সম্পন্ন করা।'
৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাবে আসবেন। সালমান বলেন, 'সেদিনই আমরা কমপ্লেক্স নির্মাণের অগ্রগতি এবং কি কি থাকবে তার নকশা তুলে ধরব প্রধানমন্ত্রীর সামনে।' অনেকের ধারণা পুরো আবাহনী মাঠ জুড়েই শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ হবে। সালমান জানালেন, এ ধারণা সঠিক নয়। মাঠ থাকবে আগের মতোই। তবে আধুনিকতা আনা হবে। বৃষ্টি হলে মাঠে যেন পানি জমে না থাকে সে জন্য আধুনিক ড্রেনেজ সিস্টেম থাকবে। মাঠ হবে আন্তর্জাতিক মানের।
তিনি বলেন, আবাহনী ক্লাব ও পাশের বাস্কেটবল জিমনেসিয়াম ভেঙেই মূলত শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স তৈরি হবে। এখানে সুইমিংপুল, বাস্কেটবল কোর্ট। অর্থাৎ আধুনিক ক্রীড়া কমপ্লেক্স বলতে যা বুঝায় সবই থাকবে। ক্লাব ভাঙলে খেলোয়াড়রা থাকবেন কোথায়? সালমান বলেন, ক্লাব ভবন ভাঙার আগে পাশেই অস্থায়ীভাবে নির্মাণ করা হবে আবাসিক ক্যাম্প।
প্রশ্ন উঠেছে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পর আগের মতো মাঠ এলাকার ছেলেদের জন্য উন্মুক্ত থাকবে কিনা? সালমান বলেন, আগের মতোই মাঠে ছেলেরা ফুটবল, ক্রিকেট বা অন্য খেলা খেলতে পারবে। এলাকাবাসীর সমস্যা যেন না হয়, তাকে গুরুত্ব দিয়েই ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। তবে নিরাপত্তা ও মাঠের সৌন্দর্য রক্ষার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালু করবো। সামান্য অর্থের বিনিময়ে ডিজিটাল কার্ড দেওয়া হবে। এই কার্ড দেখালেই মাঠে প্রবেশ বা খেলার অনুমতি পাবে। কমপ্লেক্স ও মাঠজুড়ে থাকবে লাইটিংয়ের ব্যবস্থা। বসানো হবে একাধিক সিসি ক্যামেরাও। ক্রীড়া কমপ্লেক্স ঘিরে দেয়াল থাকছে না। সৌন্দর্য বাড়াতে ইতিমধ্যে পুরো মাঠজুড়ে ফাঁক ফাঁক করে লৌহার রেলিং বসানোর কাজ শুরু হয়ে গেছে।
১৯৭২ সালে শেখ কামাল ঢাকা আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করেন। ৪৩ বছরে ফুটবল, ক্রিকেট ও হকি লিগে সর্বোচ্চ শিরোপা জিতে ঢাকা আবাহনী আজ দেশের সেরা ক্লাবে পরিণত হয়েছে।