অন্যায় করলে শাস্তি পেতেই হবে। এটা হাড়ে হাড়ে টের পেল পুরান ঢাকার ফরাশগঞ্জ ক্লাব। সোমবার মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগে ১৫ মিনিট খেলার পর রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে মাঠ ত্যাগ করে ফরাশগঞ্জ। রেফারি নিয়ম অনুযায়ী মাঠে তাদের জন্য অপেক্ষা করেন। কিন্তু নির্ধারিত সময়ে ফরাশগঞ্জ ফিরে না আসাতে রেফারি শেষ বাঁশি বাজিয়ে মাঠ ছাড়েন। বাইলজে স্পষ্ট উল্লেখ আছে কোনো দল খেলতে অস্বীকৃতি জানালে তাদের প্রতিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হবে। কিন্তু সেদিন কেন শেখ রাসেলকে বিজয়ী ঘোষণা করা হলো না? শেখ রাসেলকে তাদের ন্যায্য ৩ পয়েন্ট পেতে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ডিসিপ্লিনারি কমিটি পরের দিন শুধু শেখ রাসেলকে বিজয়ী ঘোষণা করেনি। শৃঙ্খলা ভাঙার অপরাধে ফরাশগঞ্জকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সে সঙ্গে লিগ খেলতে বাফুফে যে ১৩ লাখ টাকা অনুদান দিয়েছিল তা ফেরত দিতে ফরাশগঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
এমন কঠিন সিদ্ধান্তে ফুটবলপ্রেমীরা সন্তুষ্ট। কেননা এমনিতেই ফুটবলের করুণ অবস্থা। এমন কঠিন সময়েও যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তা মেনে নেওয়া যায় না। ফরাশগঞ্জের শাস্তি নিয়ে কেউ আপত্তি তুলেনি। বরং প্রশংসিত হয়েছে বাফুফে। কথা হচ্ছে লিগে বাফুফের কর্মকাণ্ড নিয়ে। লিগকে বিতর্কিত করতে বাফুফেও কম যায় না। কর্মকর্তারা অনেক সময় ক্ষুব্ধ হয়ে বলেন, সুযোগ পেলেই বাফুফের সমালোচনা করা হয়। কিন্তু এটাতো সৃষ্টি করেন তারাই। যেমন শেখ জামাল ও মোহামেডানের ম্যাচের কথা ধরা যাক। লিগে এবার শেখ জামাল শুরু থেকেই পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল। বিশেষ করে দ্বিতীয় পর্বে শেখ রাসেলকে হারানোর পরই জামালের শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যায়। কথা উঠেছে মোহামেডানের বিপক্ষে ম্যাচের দিন মাঠে চ্যাম্পিয়নের ট্রফি আনা হলো কেন? তাহলে কি বাফুফে আগে থেকেই নিশ্চিত ছিল ম্যাচে মোহামেডান হারবে? সেদিন ৩-২ গোলে জয়ী হয়েছিল শেখ জামাল। কিন্তু হারলে শেখ রাসেলের পাশাপাশি মোহামেডানেরও শিরোপা সম্ভাবনা জেগে উঠত। এমন অনিশ্চয়তায় মধ্যে মাঠে চ্যাম্পিয়নের ট্রফি আনা হলো কেন? এ ব্যাপারে বাফুফের নির্বাহী কমিটির অনেকে স্বীকার করেছেন ট্রফি এনে ফেডারেশন বিতর্কিত হয়েছে। যদি ম্যাচে মোহামেডান জিতে যেত তাহলেতো ট্রফি ফেরত নিয়ে যেতে হতো।
বাফুফের এমন কাণ্ডে ফুটবলপ্রেমীরা অবাক হয়ে যান। চ্যাম্পিয়ন হিসেবে শেখ জামাল অবশ্যই ট্রফি পাবে। কিন্তু সেটাতো লিগের শেষ ম্যাচে হতে পারত। যে ম্যাচ হারলে জামালের শিরোপা অনিশ্চিত হয়ে পড়ত। সেখানে বাফুফে ট্রফি আনল কেন? এটা নাকি ছিল সভাপতি কাজী সালাউদ্দিনের সিদ্ধান্তে। কিন্তু তার এ সিদ্ধান্তে পুরো বাফুফেই সমালোচনার সম্মুখীন। ফরাশগঞ্জ অন্যায় করে শাস্তি পেয়েছে। কিন্তু যেখানে দল আগে চ্যাম্পিয়নই হয়নি সে ম্যাচে ট্রফি আনাটা কি বাইলজ ভঙের মধ্যে পড়ে না। আবারও বলছি শেখ রাসেলকে হারানোর পরই জামালের শিরোপা পথ পরিষ্কার হয়ে যায়। শেষ পর্যন্ত মোহামেডানকে হারিয়ে দু’ম্যাচ আগেই তারা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু সেদিনকার ট্রফি এনে ম্যাচটা ঘিরে কিছুটা বিতর্কের জন্ম দিয়েছে।
শিরোনাম
- আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করব : বাণিজ্য উপদেষ্টা
- নারায়ণগঞ্জে হকারের ঘুষিতে প্রাণ গেল আরেক হকারের
- কক্সবাজারে পাসপোর্ট অফিস ও হাসপাতালে র্যাবের অভিযান, আটক ৪ দালাল
- দুদকের মামলায় কারাগারে কলিমউল্লাহ
- ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪০৮
- কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
- কুয়াকাটা সৈকতে ট্রলারসহ ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ
- মাদারীপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান
- দিনাজপুরে শুভসংঘের স্বেচ্ছাসেবী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ‘উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ৭৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে’
- সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই
- বগুড়ায় সড়ক অবরোধ করে পানি নিষ্কাশনের দাবি
- স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
- সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর
- ফ্যাসিবাদের দোসরদের বিচার চেয়ে রাবি ছাত্রদলের বিক্ষোভ
- 'মাদকাসক্ত' স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু!
- আবারও যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান
- মাঝনদীতে অক্সিজেন সংকট, জীবন বাঁচাল কোস্ট গার্ড
- জুলাইয়ে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে
- আনোয়ারায় চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার প্রধান আসামি প্রেপ্তার
পেশাদার লিগে বিতর্ক
বাফুফেও কম যায় না
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

'সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি গণঅভ্যুত্থান ও নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে'
১ ঘণ্টা আগে | রাজনীতি