অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একদিন আগেই নটিংহাম টেস্টে ১৯ বলে দ্রুততম ৫ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। এর একদিন পরই আজ শুক্রবার ২১ বলে ৫ উইকেট তুলে নিয়েছেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা।
শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে আজ এক প্রস্তুতি ম্যাচ খেলে ভারত। ২১ বলের ব্যবধানে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে আনঅফিসিয়াল ম্যাচে ৫ উইকেট নেন ইশান্ত শর্মা। প্রথম স্পেলে ৪ ওভার বল করে একটি মেডেন নিয়ে মাত্র ৫ রান খরচায় স্বাগতিক দলটির ৫ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি। তার বোলিং নৈপুণ্যে প্রথম পাঁচ ব্যাটসম্যান হয়ে বিদায় নেন ধনঞ্জয় ডি সিলভা, কুশল সিলভা, লাহিরু থিরিমান্নে, উপুল থারাঙ্গা এবং কুশল পেরেরা। ফলে দলীয় ৭.৩ ওভারে মাত্র ১০ রানের মাথায় টপঅর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারায় থিরিমান্নের নেতৃত্বে খেলা দলটি।
এদিকে, টেস্ট ক্যারিয়ারে ইনিংসে ১৪বার ৫ উইকেট পাওয়া ব্রড গতকাল মাত্র ১৯ বলের মধ্যে তার প্রথম ৫টি উইকেট তুলে নেন। টেস্ট ইতিহাসে ১৯ বলের ব্যবধানে ৫ উইকেট তুলে নেওয়ার আরো একটি রেকর্ড রয়েছে। অস্ট্রেলিয়ান বামহাতি পেস বোলার আর্নি টোশাক ১৯৪৭ সালে ব্রিসবেনে ভারতের বিপক্ষে মাত্র ১৯ বলের ব্যবধানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। ৬৫ বছর পর সাদা পোশাকের দ্রুততম ৫ উইকেট নেওয়া টোশাকের রেকর্ডে ভাগ বসান ব্রড।
তবে একদিক দিয়ে এগিয়ে থাকেন টোশাক। ভারতীয় পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে তিনি দিয়েছিলেন মাত্র ২ যেখানে ব্রডের খরচ হয় ৬ রান। আর ২০১১ সালে আরেক অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়েছিলেন ২১ বলের ব্যবধানে।
বিডি-প্রতিদিন/৭ আগস্ট ২০১৫/শরীফ