বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে ভর্তিচ্ছু যে সকল আবেদনকারীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সমমানের সনদ নেই, তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ২.৩০টা হতে ৪.৩০টা পর্যন্ত বাউবি’র মূল ক্যাম্পাসসহ ১২টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে ২৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ৪৮৭৮ জন আবেদনকারী অংশগ্রহণ করেন।
শনিবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম. মেজবাহ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ভর্তি কমিটির সভাপতি ড. মো. জাকিরুল ইসলাম সাথে ছিলেন।
এছাড়া বাউবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু নারায়ণগঞ্জ কমর আলী স্কুল এন্ড কলেজ এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/বাজিত