ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের নেতৃত্বে শহীদ মিনার থেকে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী মিছিলটি শুরু করেন। গাজা যুদ্ধকে গণহত্যা উল্লেখ করে ‘স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ‘গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানে মুখরিত হয়ে উঠে বিক্ষোভ মিছিল।
পদযাত্রা মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাঁঠালতলা, বিজ্ঞান অনুষদ, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড় ঘুরে বাহাদুর শাহ পার্ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই