রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. সাদিকুল ইসলাম সাগর। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি এ পদে যোগদান করেন।
যোগদান শেষে ড. সাগর বলেন, অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব এবং যথাযথ লিগ্যাল সাপোর্ট দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করব।
এক্ষেত্রে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, লিগ্যাল সেলের সদ্য বিদায়ী প্রশাসক অধ্যাপক শাহিন জোহরা প্রমুখ।
এর আগে, গত ৫ মে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. সাগরকে বিশ্ববিদ্যালয় লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেন। বিগত সময়ে ড. সাগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, আবাসিক হলের হাউজ টিউটর, শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১২ সালে ড. সাগর প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যোগদান করেন। ২০১৪ সালে সহকারী অধ্যাপক এবং ২০২২ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে চারটি আইন বিষয়ক পুস্তক প্রণয় করার পাশাপাশি তার দেশি ও বিদেশি আন্তজার্তিক জার্নালে বেশ কিছু আইন বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ