নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ’র (আইইবি) ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) পালিত হয়েছে।
মঙ্গলবার আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, শান্তির প্রতীক পায়রা উড়ানো, বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন, উৎসব র্যালি শেষে সড়ক ভবন কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌ. মো. মাহবুবুল আলম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সওজ, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ. মো. মনসূরুল আজিজ, গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ. মো. আব্দুল্লাহ আল মামুন, নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী প্রকৌ. মো. ফজলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ. এস এম শাহিনুর ইসলাম, আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ. মো. মুরাদ হোসেন, হাউজিং, দিনাজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকৌ. মো. আসাদুজ্জামান, হাবিপ্রবি’র সহ অধ্যাপক প্রকৌ. মো. মিজানুর রহমান, ইইই, হাবিপ্রবি’র সহ অধ্যাপক প্রকৌ. মো. ফেরদৌস ওয়াহিদ, অ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌ. জয়ন্ত কুমার।
বিডি প্রতিদিন/এমআই