ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদী সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘ইসরায়েলের আগ্রাসন ও মানবতাবাদ’ শিরোনামে এ সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক প্রমুখ বক্তব্য দেন।
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধের পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে বিশ্ব নেতৃত্বকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। সমাবেশে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই