শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও বাংলাদেশ সরকারের আইসিটি ডিপার্টমেন্টের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনরশিপ একাডেমী’র (আইডিইএ) যৌথ উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর উত্তরায় স্টার্টাপের মাধ্যমে সৃজনশীল উদ্যোক্তা তৈরি সংক্রান্ত এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’র (বিসিসি) নির্বাহী পরিচালক রনজিত কুমার। তিনি যুগোপযোগী সৃজনশীল শিক্ষায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ইনোভেটিভ উদ্যোগ ও উদ্যোক্তাদের প্রশংসা করেন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।
আইডিইএ’র প্রোজেক্ট ডিরেক্টর মুহাম্মদ আনোয়ার হোসাইন’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, আইডিইএ’র হেড অব অপারেশনস সিদ্ধার্থ গোস্বামি ও এসএমইউসিটি’র রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিপাদ্য বিষয়ে অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তৃতা ও শুভেচ্ছা স্মারক প্রদান শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শুরু হয় সেমিনার পর্ব। এই পর্বে স্টার্টাপ ব্যবহারের মাধ্যমে সৃজনশীল উদ্যোক্তা তৈরির বিভিন্ন কৌশল সংক্রান্ত বিশদ আলোচনায় তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষ ও টেকনো দুনিয়ার দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি তথা সমাজ ব্যবস্থায় স্টার্টাপসহ বিভিন্ন মাধ্যমে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করার প্রয়োজনীয়তা ও সম্ভাবনা বিষয়ে বিভিন্ন প্রশ্নোত্তর দেন প্রধান আলোচক তথা সেমিনার সঞ্চালক।
বিডি প্রতিদিন/এমআই