নতুন কমিটি ঘোষণার পর নানা কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ। নেতাকর্মীদের বিরুদ্ধে আবাসিক হলে সিট দখল, শিক্ষার্থী মারধর-হুমকি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, অপরাধের যথাযথ শাস্তি নিশ্চিত না হওয়ায় এমন কর্মকাণ্ড বাড়ছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘হলে সিট দখলসহ ক্যাম্পাসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা নিয়ে আমরাও উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার জায়গা। এখানে বিশৃঙ্খলা হোক সরকার কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউ চায় না। আমরা এসব কর্মকাণ্ড নিরসনে কাজ করছি এবং সংশ্লিষ্টদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, শহীদ হবিবুর রহমান হলে সিট দখল ও শিক্ষার্থী হুমকিসহ ডাইনিং ও ক্যান্টিনে ছাত্রলীগ নেতার ফ্রি খাওয়ার পাঁচটি অভিযোগ, শহীদ জোহা হলে সিট দখল ও সিট বাণিজ্যের চারটি অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে হল ইউনিটের কর্মী আল আমিন পিয়াসকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এছাড়া নবাব আব্দুল লতিফ হল, মতিহার হল, বেগম রোকেয়া হলে সিট দখল ও হুমকির একাধিক অভিযোগ উঠেছে।
গত ২ মে শাহ মখদুম হলের সভাপতি তাসবিউল হাসান অপূর্বকে হত্যার হুমকি ও কক্ষ দখলের অভিযোগ উঠে শহিদ হবিবুর রহমান হল ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মিনহাজ ইসলাম ও আরেক নেতা মিঠু মহন্তের বিরুদ্ধে। মিনহাজের বিরুদ্ধে হল সিট দখল ও চাঁদার জন্য দোকানে হুমকির অভিযোগ রয়েছে। অপূর্ব গত কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী। ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাসের দোকানে চাঁদাবাজিসহ অন্য সংগঠন করায় শিক্ষার্থীকে তুলে এনে হলে মারধর-হুমকি এবং বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের কার্যক্রমে বাধার অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত না হওয়ায় এমন কর্মকাণ্ড বাড়ছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের কার্যকরী পদক্ষেপ ও দায়িত্বে অবহেলা স্পষ্ট প্রতিয়মান হয়। ফলে অপরাধীরা লাগামহীন হচ্ছে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি।’
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখেছি এবং দ্রুত সমাধানের চেষ্টা করছি। অনেক বিষয় ভুল বোঝাবুঝির কারণে অভিযোগে পরিণত হচ্ছে। তবে যেকোনো ঘটনায় সংশ্লিষ্ট নেতাকর্মীদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য শক্ত পদক্ষেপ নেওয়া হবে। আমরা আদর্শিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় দৃড় প্রতিজ্ঞ।’
রাবির প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, ‘হলগুলোতে সিট কেন্দ্রিক সমস্যা আছে। তবে সেগুলো নানাভাবে সমাধানের চেষ্টাও চলছে। অভিযুক্ত অনেককে শাস্তির আওতায় আনার কাজ প্রক্রিয়াধীন।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ