বন্দরে সৃষ্ট কনটেইনার জট নিরসনে দ্রুত কনটেইনার খালাস করতে বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে বিজিএমইএ এবং বিকেএমইএ সদস্যদের। চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন বন্দরে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের থাকা পণ্যের কনটেইনার খালাস করে তাদের বন্ডেড ওয়্যারহাউজে রাখার জন্য বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে পাঠানো এ সংক্রান্ত নির্দেশনা সংযুক্তি করে শনিবার চিঠির মাধ্যমে সদস্যদের জানিয়ে দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার ঘোষিত ছুটির কারণে আমদানিকারকরা পণ্য ডেলিভারি গ্রহণ না করায় চট্টগ্রাম সমুদ্র বন্দরে ভয়াবহ জট শুরু হয়েছে। ইতিমধ্যে বন্দরের ধারণ ক্ষমতার অতিরিক্ত কনটেইনার জমা হয়ে আছে এবং আরো কনটেইনার আসার পথে রয়েছে। চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনারের অর্ধেকই বিজিএমইএ ও বিকেএমইএ-এর সদস্যভুক্ত শিল্প-কারখানার। এ সমস্যা নিরসনে বিজিএমইএ ও বিকেএমইএ-এর সদস্যদের আমদানি করা পণ্য গ্রহণ করে বিধানানুযায়ী তাদের বন্ডেড ওয়্যারহাউজে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বস্ত্র সেলের সহকারী প্রধান শামীমা আকতার স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, বন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনসহ বন্দরগুলো সচল রাখার স্বার্থে অতিসত্ত্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরসহ অন্যান্য বন্দরে আসা কনটেইনারগুলো জরুরি ভিত্তিতে ডেলিভারি গ্রহণ করাসহ প্রযোজ্য ক্ষেত্রে তাদের বন্ডেড ওয়্যারহাউজে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের