চট্টগ্রামে করোনাভাইরাস প্রকোপ দেখা দিলেই সংশয় দেখা দেয় এ রোগের চিকিৎসায়। আইসিইউ ও নমুনা পরীক্ষার ল্যাব অপ্রতুল হওয়ায় সবাইকে ভাবিয়ে তোলে। তবে জেনারেল হাসপাতালে নতুন ১০টি আইসিইউ শয্যা যোগ হওয়া ও চমেক হাসপাতালে নমুনা পরীক্ষায় ল্যাব প্রস্তুত করায় শঙ্কা কিছুটা কমেছে। চট্টগ্রামে এবার করোনা রোগীর চিকিৎসায় বেসরকারি উদ্যোগে যোগ হচ্ছে ৬০ শয্যার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল (সিএফএইচ)। চট্টগ্রামে করোনা চিকিৎসায় এটি নতুন মাত্রা যোগ করেছে। ইতোমধ্যে এটি স্থাপনের কাজ প্রায় শেষ।
মঙ্গলবার থেকে এ হাসপাতালে সেবা দেওয়া শুরু হওয়ার কথা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় এটি প্রস্তুত করা হচ্ছে।
জানা যায়, করোনাভাইরাস মোকাবিলায় চট্টগ্রামে সরকারি প্রস্তুতি অপ্রতুল। বিষয়টি বিবেচনায় রেখে করোনা রোগীদের চিকিৎসায় সেচ্ছাসেবীদের উদ্যোগে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল (সিএফএইচ) প্রস্তুতের উদ্যোগ নেয়। শিল্প প্রতিষ্ঠান নাভানা গ্রুপের অটোমোবাইল কারখানার অভ্যন্তরে ৬ হাজার ৮০০ বর্গফুট জায়গায় প্রস্তুত করা হয় এটি। বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি ও সংস্থা ফিল্ড হাসপাতালের জন্য বেড, পিপিইসহ নানা সামগ্রী অনুদান হিসেবে প্রদান করছে।
বর্তমানে ভ্যান্টিলেটরসহ ১০ শয্যার আইসিইউ এবং ৫০টি সাধারণ শয্যা নিয়ে হাসপাতালটি প্রস্তুত করা হচ্ছে। প্রথমে পাঁচটি ভেন্টিলেটর বেড দিয়ে সেবা শুরু হবে। কয়েকদিনের মধ্যেই যোগ হবে আরো পাঁচটি ভেন্টিলেটর বেড। নিয়োগ দেওয়া হয়েছে ১০ জন চিকিৎসক, ৪ জন প্রশিক্ষিত নার্স, ৫ জন হেলথ টেকনিশিয়ান এবং ৪০ জন স্বেচ্ছাসেবক। একই সঙ্গে থাকবে রোগীদের যাতায়াতে থাকবে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের ব্যবস্থা। আক্রান্ত রোগীদের দেওয়া হবে মনস্তাত্ত্বিক সেবাও। প্রস্তুত করা হবে নমুনা সংগ্রহের ল্যাব।
উদ্যোক্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় শেষ। ৫টি শয্যায় সেবা দেওয়া শুরু হবে। ইতোমধ্যে সরকারি স্বাস্থ্য প্রশাসন থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারি ও স্বেচ্চাসেবকও নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এক কোটি টাকা খরচ হতে পারে। ইতোমধ্যে বিত্তবান, শুভান্যুধায়ী, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিসহ সব শ্রেণী-পেশার মানুষ সহযোগিতা করেছেন। আশা করি সবার আন্তরিকতায় করোনা চিকিৎসায় এটি পূর্ণাঙ্গ সেবাকেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার