পবিত্র রমজান এবং করোনাভাইরাস প্রকোপের এই কঠিন সময়েও থেমে নেই নিত্য পণ্যের দাম বাড়ানো। শনিবার রমজানের প্রথম দিনেই ৫৮টি মামলায় দুই লাখ ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের অভিযানে খেজুর, ছোলা, চাল, চিনি, রসুন, পিঁয়াজসহ প্রায় প্রতিটি পণ্যের দাম বেশি নেওয়া এবং সামাজিক নিরাপত্তা না মানায় এ সব জরিমানা করা হয়। নগরে করোনাভাইরাস প্রকোপ নিয়ন্ত্রণে সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাক্তাইসহ বিভিন্ন বড় বাজারে পণ্যের মুল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের ১০টি মোবাইল অভিযান পরিচালন করেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘পাইকারি বাজার সব সময় নজরদারির মধ্যে রাখা হয়। পাইকারি বাজার নিয়ন্ত্রণ থাকলে খুচরা বাজার এমনিতেই কমে আসবে। তারপরও যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাই প্রতিদিন দুই বেলা করে অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে করোনা ভাইরাস প্রকোপ নিয়ন্ত্রণে সামাজিক নিরাপত্তা নিশ্চিতেও অভিযান পরিচালিত হচ্ছে।’
জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন নগরীর খাতুনগঞ্জ পাইকারী বাজারে অভিযান পরিচালনা করে চাল, ছোলা, ডাল, খেজুর, পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করা অধিক মূল্যে বিক্রয়সহ নানা অভিযোগে বিভিন্ন পাইকারী দোকান ও আড়তে ১৫টি মামলায় এক লাখ ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম ৮টি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করেন। সিনিয়র সহকারী কমিশনার চাই থোয়াইলা চৌধুরী একটি মামলায় ৫০০টাকা জরিমানা, সিনিয়র সহকারী কমিশনার নাজমুন নাহার মুদি দোকানে পন্যের মূল্য তালিকা না রাখা ও অধিক মূল্যে পণ্য বিক্রিসহ নানা অভিযোগে বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় ১২টি মামলায় ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা নগরীর পাচলাইশ, খুলশি, বায়েজিদ এলাকায় ১১ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ হালিশহর এ ব্লকে রংয়ের দোকান এই লকডাউনের পুরো সময় খোলা রাখার অভিযোগে দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানাসহ ৫টি মামলায় ২৮ হাজার ১০০টাকা জরিমানা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল