স্কুল ব্যাংকিং ও আর্থিক শিক্ষা বিষয়ক দিনব্যাপী মেলা রবিবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। শহরের শিল্পকলা অডিটোরিয়ামে মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নীলফামারী জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আমিনুল হক, সোনালী ব্যাংক নীলফামারী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক রশিদুল ইসলাম, বাংলাদেশ রংপুরের উপ-পরিচালক নুকুল চন্দ্র মোহন্ত,জনতা ব্যাংক এরিয়া অফিস রংপুরের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মোস্তফা এবং জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বক্তব্য দেন।
জনতা ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক ও লীড স্কুল ব্যাংকিং কর্মসুচীর আহবায়ক জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মিশুক আল শাহরিয়ার বক্তব্য দেন।
লীড স্কুল ব্যাংকিং কর্মসুচীর আহবায়ক জিয়াউর রহমান জানান, নীলফামারী জেলায় ১১হাজার শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং কর্মসুচীর আওতায় এসেছে। তাদের হিসাব নম্বরে এখন পর্যন্ত ২কোটি টাকা উপরে জমা রয়েছে। স্কুল শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে এবং অপব্যয় রোধে মুলত কর্মসুচীর মুল উদ্দেশ্য বলে জানান তিনি।
জনতা ব্যাংক নীলফামারী শাখার অফিসার হাসান আলী জানান, স্কুল ব্যাংকিং অবিভাবকদের মধ্যে সাড়া ফেলেছে। ১৪টি প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ছড়ানো হয়েছে।
দিন দিন আগ্রহ তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। হিসাব নম্বর খুলে ১০০টাকা জমা দিয়ে হিসাব চালু করা সম্ভব। জমাকৃত টাকা যেকোন সময় উত্তোলন করা এবং জমা করতে পারে তারা।
মেলায় নীলফামারী শহরের ১২টি ব্যাংক এবং আলোচনা সভায় শিক্ষার্থী ও অবিভাবকরা অংশগ্রহণ করেন।
বিডিপ্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান