যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড় মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা কমান্ড শেখ মুজিবর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য প্রদান, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, বধ্যভূমির বেদিতে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে অবস্থিত বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দীর্ঘ সাত মাস যুদ্ধ চলার পর মুক্তি ও মিত্রবাহিনীর মুক্তি ও মিত্রবাহিনীর সাড়াশি আক্রমণে বাংলাদেশের প্রথম অঞ্চল হিসেবে ১৯৭১ সালের ২৯ নভেম্বর পঞ্চগড় পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। পঞ্চগড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা