ক্রিং ক্রিং শব্দে যেন কিছু সময়ের জন্য থমকে যায় বগুড়া শহর। স্কুলের অদম্য কিশোরীরা কমলা রঙের টিশার্টে বাইসাইকেলে চেপে বগুড়া শহর প্রদক্ষিণ করে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৮ উপলক্ষে বগুড়া জেলা পুলিশ সুপার এর কার্যালয় ও বেসরকারি কিছু সংস্থার সহযোগিতায় শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
শুরুতে বাইসাইকেল র্যালিতে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কমলা রঙের টিশার্ট উপহার দেওয়া হয়। নারীর প্রতি সম্মান জানিয়ে কমলা, গোলাপী, সাদা রঙের বেলুন মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়। র্যাশিতে শিক্ষার্থীদের উৎসবমুখর হয়ে অংশ নিতে দেখা যায়।
র্যালি শুরুর আগে কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী, আস্থা প্রকল্পের বগুড়ার সমন্বয়ক মাসুদা ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, ইউএনএফপির ট্রেনিং অফিসার রুমানা পারভিন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, কবি সিকতা কাজল, বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী খায়রুন নাহার খুশি প্রমুখ।
বক্তারা বলেন, ৫ শতাধিক নারী শিক্ষার্থীদের নিয়ে আজকের র্যাশিটি দেশে ইতিহাস সৃষ্টি করলো। এর আগে বিশ্বের কোথাও নারীদের নিয়ে নারী নির্যাতন প্রতিরোধে এতো বড় র্যালি হয়নি। নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে সামনে। সমাজের উন্নয়নে সবার অবদান গুরুত্বপূর্ণ। একটি অংশকে পেছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়। নারী সমাজের কল্যাণে সকলকে কাজ করতে হবে। বগুড়ায় আর কোন ইভটিজিং, ব্যাল্য বিয়েসহ নারী শিশুরা যেন সহিংসতার শিকার না হয় সে জন্য সকলকে সচেতন থাকতে হবে। বগুড়া পুলিশ বিভাগ নারী নির্যাতন প্রতিরোধে বদ্ধপরিকর।
র্যালিটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে শুরু হয়ে প্রায় ৬ কিলোমিটার দূরে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। সেখানে র্যালিতে অংশগ্রহণকারীদের শপথ ব্যাক্য পাঠ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে র্যালি দেখার জন্য শহরে রাস্তার দু’পাশে নারী-পুরুষরা দাঁড়িয়ে ভিড় করে। র্যালিতে ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশগ্রহণ করে। বে-সরকারি সংস্থা আস্থা প্রকল্পের সহযোগিতায় র্যালিটির আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৮/হিমেল